প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আজ (মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯) মন্ত্রণালয়ের নিয়োগ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ১ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা নেওয়ার কথা শোনা গিয়েছিল। এসএসসি পরীক্ষার কারণে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা পিছিয়ে ১৫ মার্চ করা হয়েছে বলে জানা গেছে।।