২০১৯ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি ও সিলেবাস প্রকাশিত হয়েছে। ১ জানুয়ারি ২০১৯ তারিখে যেসব শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস এবং ষষ্ঠ শ্রেণি/সমমান বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ- তারাই ভর্তির জন্য অাবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষা হবে ৩টি ধাপে-
(ক) লিখিত পরীক্ষা – ৩০০ নম্বর;
(খ) মৌখিক পরীক্ষা – ৫০ নম্বর;
(গ) স্বাস্থ্য পরীক্ষা।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি ২০১৯ তারিখে সকাল ৯টা-১১টা এবং দুপুর ২টা-৪.৩০টা। লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, বাংলা বিষয়ের ওপর।
নির্বাচিত শিক্ষার্থীরা দেশের ১২টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। দেশে সেনাবাহিনী পরিচালিত ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ৯টি ছেলেদের, ৩টি মেয়েদের।
ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে (www.cadetcollege.army.mil.bd) ১৭ নভেম্বর ২০১৮ তারিখ সকাল ৮টা থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখ বিকাল ৫্টার মধ্যে।
বিস্তারিত জানা যাবে ভর্তি বিজ্ঞপ্তিতে (৫ পৃষ্ঠা, পিডিএফ) :
https://cadetcollege.army.mil.bd/media/attachments/Cadet%20Admission%20Circular-2019/Cadet_Admission_Circular-2019.pdf_DIn7yV7.pdf
ক্যাডেট কলেজে লিখিত ভর্তি পরীক্ষার সিলেবাস পাওয়া যাবে এই লিংকে :
https://cadetcollege.army.mil.bd/media/attachments/Syllabus%20for%20Cadet%20Admission-2019/Syllabus_for_Cadet_Admission-2019.pdf.pdf

