কোরিয়া সরকারের স্কলারশিপ
কোরিয়ান সরকারের স্কলারশিপ প্রোগ্রামের (কেজিএসপি) ঘোষণা দিয়েছে দেশটির বৃত্তি কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশন (এনআইআইই)। বাংলাদেশসহ ৬২টি দেশের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। ৪১টি কোরিয়ান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে চার বছরের ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন নির্বাচিতরা। এ বৃত্তির আওতায় বিমান ভাড়া, টিউশন ফি, মেডিক্যাল, ভাষা কোর্স, আবাসনের খরচ বহন করবে কর্তৃপক্ষ। এ ছাড়া মাসিক আট লাখ ওন (কোরিয়ান মুদ্রা) এবং এককালীন ভাতা (সেটেলমেন্ট) দুই লাখ ওন দেওয়া হবে। আবেদন পাঠাতে হবে ১০ অক্টোবরের মধ্যে। ঢাকার কোরিয়ান দূতাবাসের ঠিকানা_৪ মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা। আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবে_www.niied.go.kr