জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ভর্তি পরীক্ষা ১ অক্টোবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
এছাড়া, প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বরে।
আজ (২৫ মে ১৫, সোমবার) সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের ৮২তম সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
সভায় যেসভ সিদ্ধান্তসমূহ গৃহীত হয় :
১. ২০১৫-২০১৬ শিাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ১ অক্টোবর শুরু।
২. একই বছরের ডিসেম্বর মাসে উক্ত সেশনে ভর্তিকৃত শিাথীদের কাস শুরু করা।
৩. ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান করা।
৪. জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে দেড় বছর মেয়াদী ‘মাস্টার অব এডভান্সড স্টাডিজ ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স’ বিষয়ে স্পেশাল মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু।